News71.com
 Bangladesh
 26 Jul 21, 11:31 PM
 268           
 0
 26 Jul 21, 11:31 PM

র্যাবের ভ্রাম্যমাণ আদালতে আজও ২৬৪ জনের জরিমানা॥

র্যাবের ভ্রাম্যমাণ আদালতে আজও ২৬৪ জনের জরিমানা॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে সরকারের নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি কার্যকরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী ৩১ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬৪ জনকে এক লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিধিনিষেধের চতুর্থ দিনে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরা ১৮০টি টহল ও ১৮৭টি চেকপােস্ট পরিচালনা করে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে ও বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করে র‌্যাব।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে বিধিনিষেধের চতুর্থ দিনেও সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাঠে ছিল র‌্যাব। র‌্যাবের নিয়মিত টহল ও চেকপােস্টের পাশাপাশি মােতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপােস্ট। তিনি আরও বলেন, সোমবার বিধিনিষেধের চতুর্থ দিনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ৩১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬৪ জনকে এক লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন