News71.com
 Bangladesh
 25 Jun 21, 12:06 AM
 187           
 0
 25 Jun 21, 12:06 AM

নারায়নগঞ্জের কামতলা এলাকায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

নারায়নগঞ্জের কামতলা এলাকায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কামতলা ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ও জাহিদ। আহত তিন শ্রমিকের মধ্যে খাইরুল নামে একজনের নাম জানা গেছে। তারা কামতলা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক।

এছাড়া আহত আটোরিকশার চালকের নাম নূর হোসেন। কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক জানান, দুপুরে কামতলা এলাকায় উল্টো পথে একটি অটোরিকশা পাঁচজন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক ও চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত খাইরুলের অবস্থাও গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন