News71.com
 Bangladesh
 25 Jun 21, 12:05 AM
 170           
 0
 25 Jun 21, 12:05 AM

এনআইডির মূল কাজ আগারগাঁওয়ে॥ মনিটরিং করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এনআইডির মূল কাজ আগারগাঁওয়ে॥ মনিটরিং করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্কঃ  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম আগারগাঁওয়েই থাকবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ শুধু মনিটরিং করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এলে অধিদফতর করা হবে কিনা—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডির মূল কাজ ওই দিকেই (আগারগাঁওয়ে) থাকবে। এখান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে মনিটরিং হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছেন। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট থুলতেও এনআইডি লাগে, মোবাইলে এনআইডি লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তো অন্য প্রসঙ্গ। মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন