News71.com
 Bangladesh
 27 Nov 20, 01:40 PM
 324           
 0
 27 Nov 20, 01:40 PM

বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়॥ দুলু

বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়॥ দুলু

নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে দেশের মানুষ কোনো নির্বাচনেই অংশ নেবে না। আজ শুক্রবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহর বিএনপির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চ, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর।

বিএনপি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে দুলু বলেন নির্বাচন করবেন ভালো কথা এর জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ভোটের অধিকার আগে ফিরিয়ে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের আগে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ করে দিতে হবে। তাছাড়া এদেশের মানুষ আর কোনো নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন পদ্ধতির প্রতি মানুষের আর আস্থা নেই। সভায় সর্বসম্মতিক্রমে শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীকে নাটোর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দুলু নাটোর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী বাবুল চৌধুরীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন