News71.com
 Bangladesh
 28 Sep 20, 10:42 AM
 270           
 0
 28 Sep 20, 10:42 AM

বাফুফে নির্বাচনে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী তাবিথ আওয়াল॥

বাফুফে নির্বাচনে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী তাবিথ আওয়াল॥

নিউজ ডেস্কঃ প্যানেলের বাইরে থেকে নির্বাচন করলেও জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী সহ-সভাপতি প্রার্থী তাবিথ আওয়াল। তিনি বলেন সংঘবদ্ধভাবে নির্বাচন করলে যোগ্য প্রার্থীদের ভীড়ে সম্ভাবনা থাকে অযোগ্যদেরও নীতি নির্ধারণী পর্যায়ে চলে আসার। নির্বাচিত হলে স্পোর্টস সাইন্স মেনে ফুটবলার তৈরির প্রতিশ্রুতি তাবিথের। একই সঙ্গে দেশেই টেকনিক্যাল কোচ লাইসেন্সিং'র ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ! এই দশেই সম্ভব হয় অনেক অসম্ভব। আবার এই দশের ভিড়েই লুকিয়ে থাকে অথর্ব কেউ। আসন্ন বাফুফে নির্বাচনে এখন দশেরই মেলা। সেখানে অনেক যোগ্য লোকের ভিড়ে, শুধুমাত্র প্যানেলের অযুহাতে প্রশ্ন বিদ্ধরাও যে আছে ভোট দৌড়ে। অবশ্য এসবের ভিড়ে একেবারেই আলাদা তাবিথ আওয়াল। এর আগেও প্যানেলের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এবারও একই পথে বাফুফের সহ-সভাপতি। সহ-সভাপতি প্রার্থী তাবিথ আওয়াল বলেন, প্যানেল ভিত্তিক নির্বাচন যদি আমরা করি সেটা আমি মনে করি দুঃখজনক। যেভাবে আমরা খেলোয়াড় হিসেবে একটা দল গঠন করি। আমিও মনে ইনডিভিজুয়েল ইলেক্টেড প্রতিনিধি এসে ফাইনালি একটা দল গঠন করবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই নীতিকে ঠিক রাখার জন্য আমি কখনো কোন প্যানেলে যায় না এবং যোগদান দিই না। ভবিষ্যতেও কখনো করব না। বেশ নাকানি চুবানি খাওয়ার পর এখন গ্রাসরুট নিয়ে কাজ করছে বাফুফে। তবে সেটা কতটা বিজ্ঞান সম্মত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাবিথের প্রতিশ্রুতি আবারো বাফুফের দায়িত্বে এলে ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন একদম স্পোর্টস সাইন্স মেনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন