News71.com
 Bangladesh
 20 Sep 20, 12:06 PM
 204           
 0
 20 Sep 20, 12:06 PM

স্টার্টআপদের নিয়ে ‘আইডিয়াথন’ কনটেস্ট শুরু।।

স্টার্টআপদের নিয়ে ‘আইডিয়াথন’ কনটেস্ট শুরু।।

নিউজ ডেস্কঃ দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার পাশাপাশি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্টার্টআপদের নিয়ে ‘আইডিয়াথন’ কনটেস্ট শুরু হয়েছে। এই কনটেস্টের চূড়ান্ত বাছাই শেষে সেরা ৫ উদ্ভাবনী স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীরা পাবে দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের বিশেষ প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক পাবার সহযোগিতা। এছাড়া সেরা ২৫টি টিম পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র বলেও জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই কনটেস্টের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। এছাড়া, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার এই আয়োজনের সহোযোগিতা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন