News71.com
 Bangladesh
 15 Aug 20, 10:41 AM
 195           
 0
 15 Aug 20, 10:41 AM

বরগুনার পাথরঘাটায় অস্ত্রসহ জলদস্যু আটক॥

বরগুনার পাথরঘাটায় অস্ত্রসহ জলদস্যু আটক॥

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য মো. কামাল শিকদারকে (৩০) পাঁচটি একনলা বন্দুকসহ আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা গ্রামের কামালের বাড়ি থেকে তাকে আটক করা হয়। কামাল সুন্দরবনের জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছিলেন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামাল বঙ্গোপসাগরে ডাকাতি করতেন এবং জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য হয়ে অস্ত্র বিক্রি করতেন। কোস্টগার্ডের সদস্য ছদ্মবেশে কামালের কাছ থেকে অস্ত্র কেনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কামালকে অস্ত্র কেনা বাবদ টাকা দেন ওই কোস্টগার্ড সদস্য। শুক্রবার রাতের যে কোনো এক সময় অস্ত্র ডেলিভারি নেওয়ার কথা হয় তাদের মধ্যে। সে অনুযায়ী রাতে কামালের বাড়িতে যায় কোস্টগার্ড। এসময় পাঁচটি একনলা বন্দুকসহ কামালকে হাতে নাতে আটক করা হয়।আটক কামালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন