News71.com
 Bangladesh
 13 Aug 20, 07:44 PM
 182           
 0
 13 Aug 20, 07:44 PM

ইউএনওকে লাঞ্ছিত করে কারাগারে বরগুনার পৌর যুবলীগ সভাপতি॥

ইউএনওকে লাঞ্ছিত করে কারাগারে বরগুনার পৌর যুবলীগ সভাপতি॥

নিউজ ডেস্কঃ ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় কারাগারে বরগুনার আমতলী পৌর যুবলীগ সভাপতি আরিফ। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, এক সময়ের ছাত্রদলের শহর কমিটির সভাপতি নানা অপকর্ম করে নিজেকে বাঁচাতে বর্তমান সরকার দলীয় রাজনীতিতে যোগ দেয়। তবে বেপরোয়া এই যুবলীগ নেতার পক্ষে সাফাই গাইলেন জেলা যুবলীগের সভাপতি।গ্রেফতারের পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি ও তার দিকে তেড়ে আসার চেষ্টা বরগুনার আমতলী উপজেলার পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল-হাসানের।

অতিরিক্ত যাত্রী ও করোনা প্রতিরোধে মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ৮ আগস্ট আমতলী লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন। এ সময় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা আরিফ ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার ছুঁড়ে মারে ইউএনও'র গায়ে।বরগুনা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন বলেন, আমাদের উপর আক্রমণ চালানো হয়। সে সময়ে সরকারি কাজে বাধা দেয়ায় আমতলী থানায় একটি মামলা করি। বেপরোয়া এ যুবলীগ নেতা বিএনপি সরকারের আমলে, বাবা আওয়ামী লীগ করলেও যোগ দেয় ছাত্রদলে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে যোগ দেয় যুবলীগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন