News71.com
 Bangladesh
 13 Aug 20, 07:44 PM
 175           
 0
 13 Aug 20, 07:44 PM

রাজধানীর কোতয়ালী থানার ওসি’র বিরুদ্ধে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ॥  

রাজধানীর কোতয়ালী থানার ওসি’র বিরুদ্ধে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ॥   

নিউজ ডেস্কঃ ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাড়ে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগে রাজধানীর কোতয়ালী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার বাদী ও তার পরিবারের দিন কাটছে আতঙ্ক আর নিরাপত্তাহীনতায়। বাদীপক্ষের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মামলা করায় বাদী সোহেল মীর ও তার স্ত্রীকে হত্যার হুমকিও দেয় কোতয়ালী থানা পুলিশ। তবে, এটিকে মিথ্যা মামলা বলে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।কেরানীগঞ্জের বাসিন্দা সোহেল মীরের অভিযোগ, গত ২ আগস্ট বিকালে রাজধানীর কোতয়ালী থানা এলাকার ওয়াজঘাটের মেইন রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের তল্লাশির শিকার হন তিনি। এসময় কিছু না পেয়ে তার পকেটে থাকা ২৯'শ টাকা নিয়ে নেন এসআই খালিদ। সোহেল মীরের অভিযোগ, টাকা ফেরত চাইলে মারধর করাসহ পুলিশের কাছে থাকা ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়।এ ঘটনায় রাস্তার মানুষ জড়ো হয়ে গেলে দ্রুত থানায় নিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে প্রথমে ৫ লাখ টাকা দাবি করা হয়। অবশেষে সাড়ে ৩ তিন লাখ টাকা ধার্য হলে স্বামীকে বাঁচাতে ঐ রাতেই ২ লাখ টাকা নিয়ে থানায় হাজির হয় সোহেলের স্ত্রী সাবিনা। তাতেও মুক্তি না মিললে পরদিন আরও দেড় লাখ টাকা আদায় করে নন এফআইআর মামলায় কোর্টে চালান করা হয় সোহেলকে।সোহেল মীর বলেন, এসআই পবিত্র সরকার দুইটা-আড়াইটার দিকে ডেকে বলে তাদের কথা মত টাকা না দিলে মামলা দিয়ে ক্রসফায়ার দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন