News71.com
 Bangladesh
 09 Aug 20, 09:32 PM
 976           
 0
 09 Aug 20, 09:32 PM

নতুন প্রশাসক দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক সংস্কার শুরু॥  

নতুন প্রশাসক দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক সংস্কার শুরু॥   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্ষায় নগরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার শুরু করেছে। আজ রবিবার সকাল থেকে নগরীর সড়কগুলোর বিভিন্ন অংশে খানাখন্দ সংস্কার কাজ শুরু করা হয়। নগরের গুরুত্বপূর্ণ ৯টি সড়কে মেরামতর কাজ চলে। চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন নগরবাসীর দুর্ভোগ নিরসনে প্রকৌশল বিভাগকে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ দেন বলে জানা যায় । সংস্কার করা সড়কগুলো হলো জাকির হোসেন রোডের ওমেন কলেজ মোড়, দেওয়ানহাট ব্রিজ, নন্দনকানন বোস ব্রাদাস মোড়, সদরঘাট মেমন হাসপাতাল মোড় সডক, মুরাদপুর সিডিএ এভিনিউ, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, হালিশহর ও একে খান মোড়। চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘মাননীয় প্রশাসকের নির্দেশে নগরের ক্ষতবিক্ষত সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে নয়টি সড়কের সংস্কার কাজ চলে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সড়কগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন