News71.com
 Bangladesh
 09 Aug 20, 08:23 PM
 695           
 0
 09 Aug 20, 08:23 PM

সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার॥

সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ যৌতুকের দাবিতে স্কুল শিক্ষিকা কাজল রাণী সরকারকে নির্যাতনের অভিযোগে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার অফিসার রঞ্জন কুমার বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, নির্যাতনের ফলে গুরুতর আহত শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাজল রাণী সরকারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন শিক্ষিকা। সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালের ০৭ মার্চ হিন্দু শাস্ত্রীয় মতে, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের নিতাই বৈদ্য’র ছেলে রঞ্জন কুমার বৈদ্য’র সাথে ময়মনসিংহ জেলার পরিতোষ সরকারের মেয়ে কাজল রাণী সরকারের বিবাহ হয়। বিবাহের সময় নগদ পাঁচ লক্ষ টাকা, ১.৫ ভরি ওজনের স্বর্ণের চেইন, স্বর্ণের হাতের রুলি, ২টি আংটি ও সাংসারিক যাবতীয় আসবাবপত্রসহ চার লক্ষ টাকার জিনিসপত্র গ্রহণ করেন রঞ্জন কুমার বৈদ্য’র পরিবার। বিবাহের পর তাদের ঘর আলোকিত করে আসে একটি কন্যা সন্তান। যার নাম রুদ্রা (৮)। সন্তান জন্ম গ্রহণের পরপরই কাজল রাণী সরকারের শাশুড়ি সবিতা বৈদ্য’র কু-পরামর্শে রঞ্জন কুমার বৈদ্য তার স্ত্রীর কাছে পঁচিশ লক্ষ টাকা যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন