News71.com
 Bangladesh
 07 Aug 20, 02:10 PM
 744           
 0
 07 Aug 20, 02:10 PM

সিরাজগঞ্জের কামারখন্দে ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা॥

সিরাজগঞ্জের কামারখন্দে ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব বলেন, ৪ আগস্ট গভীর রাতে উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার বাদী ও তার বড় ভাই রুবেলকে অপহরণের অভিযোগ এনে তাদের বাবা কাদের প্রমানিক ৩ আগস্ট থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনার বিবরনে জানা যায় কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রেজা পাভেলকে একটি মামলায় গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন শেখ এক থেকে দেড়শ নেতাকর্মীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে উস্কানীমূলক শ্লোগান বক্তব্য দেয়। এসময় উত্তেজিত হয়ে পাভেলকে ছিনিয়ে নেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে আসামী পাভেলকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে মামুনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১৪-১৫ থানার থানা কম্পাউন্ডে ঢুকে মূল ভবনে প্রবেশ করে। এতে বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয় এবং ধস্তাধস্তি শুরু করে। এ অবস্থায় লাঠিচার্জ করে তাদের ছাত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও অপহরণ মামলার প্রধান আসামী মামুনকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন