News71.com
 Bangladesh
 06 Aug 20, 11:26 AM
 222           
 0
 06 Aug 20, 11:26 AM

টেকনাফে প্রায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক॥

টেকনাফে প্রায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) অভিযানে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারের অভিযোগে এক রোহিঙ্গাকেও আটক করা হয়েছে। গতকাল বুধবার (০৫ আগস্ট) রাতে টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।আটক রোহিঙ্গার নাম মো. আরাফাত (২০)। তিনি টেকনাফ আলীখালী তুলাবাগান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের মো. নুর হোসেনের ছেলে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে টেকনাফ-২ বিজির লেদা বিওপি’র রঙ্গীখালী ইউনিয়নের লেদা খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়।এ সময় এক ব্যক্তিকে দুটি ব্যাগ নিয়ে সাঁতার কেটে নাফ নদী পার হতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি।পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন