News71.com
 Bangladesh
 09 Jul 20, 10:15 AM
 332           
 0
 09 Jul 20, 10:15 AM

অন্য দেশের নাগরিকদের প্রবেশ করতে দিলেও ১৬৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিল ইতালি॥

অন্য দেশের নাগরিকদের প্রবেশ করতে দিলেও ১৬৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিল ইতালি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইতালি যাওয়া দু’টি ফ্লাইটের ১৬৭ শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৮ জুলাই) তাদের ফেরত পাঠানো হয়েছে। একই দিন দুটি ফ্লাইটে তারা ইতালি গিয়েছিলেন।জানা গেছে, ওই ফ্লাইটে থাকা এক বাংলাদেশি প্রবাসী নারীকে ফিরিয়ে না দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে থাকা অন্য দেশের বেশ কিছু নাগরিককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।ইতালির রোম দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. আরফানুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। এর আগে সোমবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।তবে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতারের সঙ্গে ফ্লাইট চালু আছে ইতালির। সেই হিসেবে কাতারের রাজধানী দোহা থেকে যাওয়া ওই ফ্লাইটটির বাংলাদেশি যাত্রীদের ইতালি প্রবেশে কোনো বাধা থাকার কথা ছিল না। কিন্তু তাদের দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন