News71.com
 Bangladesh
 08 Jul 20, 09:33 PM
 291           
 0
 08 Jul 20, 09:33 PM

নিজ সন্তানকে মারধরের জেরে প্রতিবেশীর সন্তান খুন॥

নিজ সন্তানকে মারধরের জেরে প্রতিবেশীর সন্তান খুন॥

নিউজ ডেস্কঃ ২৯ পারিবারিক বিরোধের জেরে নিজ সন্তানকে মারধরের জেরে প্রতিবেশীর সন্তানকে ব্লেড দিয়ে গলাকেটে খুন করেন রাজধানীর আদাবরের বাসিন্দা পারভীন আক্তার। গত ৩ জুলাই দুপুর ১২টার দিকে উত্তর আদাবর ৩৮/১০ একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় চার মাস বয়সী শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্তে প্রযুক্তির সহায়তা ও পারিপার্শিক তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পারভীন আক্তারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পারভীন পুলিশকে জানায়, তার দুই সন্তান সাদিয়াদের ঘরে গেলে গালিগালাজ ও মারধর করতো সাদিয়ার মা। এর প্রতিশোধ নিতেই এবং উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যেই শিশু সাদিয়াকে খুন করেন পারভীন। বুধবার (৮ জুলাই) দুপুরে নিজ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ। তিনি বলেন, ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে আসে প্রতিবেশী পারভীন আক্তারের সঙ্গে নিহত শিশু সাদিয়ার বাবা শাহজাহান ও মা মুর্শিদা বেগমের পারিবারিক দ্বন্দ্বের বিষয় রয়েছে। ভিকটিমের পরিবার ও হত্যাকারী পারভীনের পরিবার দুটোই নিম্নবিত্তের।

গ্রেফতার পারভীন গৃহিনী, তিনি ৫ মাস আগে ঢাকায় আসেন। তার স্বামী একজন রিকশাচালক। ভিকটিম সাদিয়ার বাবা একজন দিনমজুর ও দাদা বস্তির ম্যানেজার। করোনার কারণে চলাকালে পারভীনের স্বামীকে বাসার সামনে দোকান করতে না দেওয়ায় ভিকটিমের দাদার সঙ্গে তাদের মনোমালিন্য চলছিল। দ্বিতীয়ত, পারভীন আক্তারের দুই বছরও চার বছরের দুটি বাচ্চা সাদিয়াদের বাসায় গেলে সাদিয়ার বাবা-মা তাদের মারধর করতো। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও শত্রুতার সৃষ্টি হয়। ব্যবসা করতে না দেওয়া ও সন্তানদের গালিগালাজ-মারধর করার কারণে পারভীন ভিকটিমের মাকে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক পারভীন ঘটনার সাদিয়াকে তার মা ঘুম পাড়িয়ে রান্না করতে গেলে সে ঘরে ঢুকে ব্লেড দিয়ে গলাকেটে হত্যাকাণ্ডটি ঘটায়। সে একাই এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত করে। পারভীন আক্তার আদালতে হত্যার দায় স্বীকার করেছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করা হয়। খুব দ্রুতই শিশু সাদিয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান ডিসি হারুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন