News71.com
 Bangladesh
 08 Jul 20, 12:32 PM
 259           
 0
 08 Jul 20, 12:32 PM

১২ জুলাইয়ের আগেই নিয়মিত কোর্ট খোলার দাবি আইনজীবীদের॥

১২ জুলাইয়ের আগেই নিয়মিত কোর্ট খোলার দাবি আইনজীবীদের॥

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (৭ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের হলরুমে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী। তিনি বলেন, আগের মতো রেগুলার কোর্ট শুরু করার জন্য সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি। ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং ২৬ মার্চ থেকে সারাদেশে রেগুলার কোর্ট না থাকায় বিচারপ্রার্থী জনগণ সাংবিধানিক ও মৌলিক আইনগত অধিকার থেকে বঞ্চিত। ‘৬০ হাজার আইনজীবীর জীবন-জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ইতোমধ্যে সরকার ভার্চ্যুয়িাল বিচার ব্যবস্থা চালু করেছে। দেশেরে ৯৫ শতাংশ আইনজীবী ভার্চ্যুয়াল কোর্ট সমর্থন করেননি। বড় জোর ৫ শতাংশ আইনজীবী ভার্চ্যুয়াল কোর্টে মামলা করতে সমর্থ হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন