News71.com
 Bangladesh
 07 Jul 20, 09:49 PM
 878           
 0
 07 Jul 20, 09:49 PM

পদ্মার কুষ্টিয়া অংশে নৌকা ডুবি॥৪ শ্রমিক নিখোঁজ

পদ্মার কুষ্টিয়া অংশে নৌকা ডুবি॥৪ শ্রমিক নিখোঁজ

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারানের ছেলে জুয়েল (৩০), একই গ্রামের নজুর ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩০) এবং রঞ্জিতের ছেলে জুবা (৩০)।

স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের ঘোষপুর গ্রামের মেম্বার মো. আব্দুল মালেক জানান, মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার ৯জন পানবরজের শ্রমিক উলু কাটার জন্য নৌকায় আসছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। এসময় ৫জন শ্রমিক সাঁতরে নদী তীরে উঠতে পারলেও বাকি ৪ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়ভাবে তাদের উদ্ধারে চেষ্টা চলছে। স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন জানান, সকালে দুটি নৌকায় উলু কাটার জন্য শ্রমিকরা যাচ্ছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। ইতোমধ্যে ঘটনাস্থলে পাবনা ফায়ার সার্ভিস পৌঁছে গেছে। স্থানীয় কুমারখালী ফায়ারসার্ভিস ঘটনাস্থলে রওনা হয়েছে বলে খবর পেয়েছি। পাবনা ও রাজশাহী থেকে এসে ডুবুরিদল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন