News71.com
 Bangladesh
 05 Jun 20, 10:37 AM
 916           
 0
 05 Jun 20, 10:37 AM

খুলনায় এক‌দি‌নেই সনাক্ত হল ৩০ জ‌নের শরী‌রে ক‌রোনার সংক্রমণ॥ ‌

খুলনায় এক‌দি‌নেই সনাক্ত হল ৩০ জ‌নের শরী‌রে ক‌রোনার সংক্রমণ॥   ‌

নিউজ ডেস্কঃ দুই শিশু, এক চিকিৎসক, তিন পুলিশ ও দুই স্বাস্থ্যকর্মীসহ খুলনায় একদিনেই করোনা আক্রান্ত ৩০জন, আর এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫২। আক্রান্তদের মধ্যে রয়েছেন খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক, দুই জন স্টাফ একজন পুরুষ ও একজন নারী। কেএমপির এক নারী ও এক পুরুষ সদস্য এবং জেলা পুলিশের এক সদস্য। খুলনা সদর থানার ময়লাপোতা মোড়ের রাহেলা বস্তির ৬০ বছরের বৃদ্ধা, হাজী মহসিন রোডের এক নারী, খান জাহান আলী রোডে (মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর) ৪২ বছরের পুরুষ, টুটপাড়া নাজীবাগ লেনের এক যুবক, বানিয়াখামারের ৪৮ বছরের এক নারী।

নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার এক পুরুষ, ৩২ বছরের যুবক, ৬২ বছরের এক বৃদ্ধ, সিএমবি কলোনীর ৪০ বছরের একজন ব্যাক্তি, গোবরচাকা মেইনরোডের ৪৫ বছরের এক যুবক, সিডিসি এলাকার ৩৯ বছরের এক নারী, বয়রা এলাকার ৩৩ বছরের এক যুবক, ছোট বয়রা এলাকার ২ মাস ও ১১ বছরের দুই শিশু ও ৫৮ বছরের নারী।খালিশপুরের এক পুরুষ, মোস্তফার মোড়ের ২৪ বছরের যুবক ও এক ব্যাক্তি, মুজগুন্নির ৫১ বছরের বৃদ্ধ, দূর্জনীমহল এলাকার ৪২ বছরের পুরুষ। পাইকগাছার ৫১ বছরের এক যুবক। হরিনটানা এলাকার এক পুরুষ। এছারাও দুইজন পুরুষ। খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের উপাধ‌্যক্ষা ডাঃ মেহেদী নেওয়াজ এ তথ‌্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন