News71.com
 Bangladesh
 03 Jun 20, 08:56 PM
 152           
 0
 03 Jun 20, 08:56 PM

মাঝ নদীতে স্পিডবোটে বিস্ফোরণ॥ ৪ যাত্রী দগ্ধ

মাঝ নদীতে স্পিডবোটে বিস্ফোরণ॥ ৪ যাত্রী দগ্ধ

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে ৪ যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার চরমোন্তাজ-গহীনখালী রুটের বুড়াগৌরাঙ্গ নদীর চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- গলচিপা উপজেলার রফিকুল ইসলাম (৫০), রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের খোকন প্যাদা (৪০), মো. মতিন হাওলাদার (৩০) ও আব্দুল্লাহ আল মহিদ (৯)। স্থানীয় সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মণ্ডল ঘাট থেকে ১৪-১৫ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট গহীনখালী ঘাটের উদ্দেশে রওনা হয়। গহীনখালী ঘাটে আসার পথে মাঝ নদীতে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এ সময় আগুনে পুড়ে ৪ যাত্রী আহত হয়। পরে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে এগিয়ে এসে স্পিডবোটে থাকা যাত্রীদের উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন