News71.com
 Bangladesh
 23 May 20, 06:10 PM
 1068           
 0
 23 May 20, 06:10 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ না মানায় ২৩ ব্যবসায়ীকে জরিমানা॥

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ না মানায় ২৩ ব্যবসায়ীকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনে দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৩ ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার আঠারবাড়ি বাজারে ১৩ ব্যবসায়ীকে ১ লাখ ১৭ হাজার এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ ব্যবসায়ীকে ২ হাজার টাকাসহ মোট ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম আঠারবাড়ি বাজারে ৮ ব্যবসায়ীকে ৫৬ হাজার ৫শ' এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ৬১ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার নির্দেশনা দেয়া হলেও কেউ তা মানছেন না। কিন্তু দোকান খোলা রাখলে স্বাস্থ্য বিধি মানতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে চিকিৎসক, র‌্যাব ও পুলিশ সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন