News71.com
 Bangladesh
 12 Dec 19, 10:22 PM
 110           
 0
 12 Dec 19, 10:22 PM

ইঞ্জিন সংকটে বাতিল হচ্ছে পণ্যবাহী ট্রেনযাত্রা ।। কমছে আয়

ইঞ্জিন সংকটে বাতিল হচ্ছে পণ্যবাহী ট্রেনযাত্রা ।। কমছে আয়

নিউজ ডেস্কঃ রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেনে পণ্য বোঝাই করার পর ইঞ্জিন সংকটের কারণে যাত্রা বাতিল করতে হচ্ছে। ৪ দিনে ৮ বার পণ্যবাহী ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দিতে না পারায় রেলওয়ের মাসে আয় কমছে প্রায় ২ কোটি টাকা। এ তথ্য রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের। রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর বিভিন্ন পণ্য বোঝাই করার পর ইঞ্জিন সংকটের কারণে ৮ বার যাত্রা বাতিল করা হয়। এরমধ্যে ৪ ডিসেম্বর (বুধবার) ১৪০টি গাড়ির মধ্যে কন্টেইনার বোঝাই ছিল ২৮০টি, ৬০টি গাড়ির মধ্যে ট্যাংক বোঝাই ছিল ১২০টি, ৩৯টি গাড়ির মধ্যে ফার্টিলাইজার বোঝাই ছিল ৬০ এবং সদর রসুলপুরে ১৬টি গাড়ির মধ্যে বিকেসি বোঝাই ছিল ৩২টি। ইঞ্জিন না থাকায় ৯৬১ নম্বরধারী ট্রেনটি সাড়ে ১১টার পরিবর্তে রাত ১টা ৩৫ মিনিটে ছাড়ে। এছাড়া সদর রসুলপুর বিকেসি স্পেশাল এবং ৯৫১ ট্যাংকবাহী স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়। ৫ ডিসেম্বর ১০০ গাড়ির মধ্যে কন্টেইনার বোঝাই ছিল ২০০টি, ২৮টি গাড়ির মধ্যে ট্যাংক বোঝাই ছিল ৫৬টি, ১৬ গাড়ির মধ্যে বিকেসি বোঝাই ছিল ৩২টি, ৩০টি গাড়ির মধ্যে ফার্টিলাইজার ৬০টি বোঝাই থাকার পরও ইঞ্জিন না পাওয়ায় সদর রসুলপুর বিকেসি পার্বতীপুর ফার্টিলাইজার স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়।

 

৬ ডিসেম্বর ৮০টি গাড়ির মধ্যে কন্টেইনার বোঝাই করা হয় ১০০টি, ৩২টি গাড়ির মধ্যে ফার্টিলাইজার বোঝাই ছিল ৬৪টি, ৩৫টি গাড়ির মধ্যে ট্যাংক বোঝাই ছিল ৭০টি, ১৬টি গাড়ির মধ্যে বিকেসি ৩২টি বোঝাইয়ের জন্য ৯৮১ নম্বর ট্যাংক স্পেশাল ট্রেনটি যাত্রার কথা ছিল সাড়ে ১০টায়, ৮০৫ নম্বর কন্টেইনার ট্রেনটি সাড়ে ১১টায় ও রসুলপুর বিকেসি স্পেশাল ট্রেনটি রাত ১টায় যাত্রার কথা থাকলেও ইঞ্জিন না থাকায় যাত্রা বাতিল করা হয়। ৮ ডিসেম্বর ৮৭টি গাড়ির মধ্যে কন্টেইনার বোঝাই ছিল ১৭৪টি, ৪৭টি গাড়ির মধ্যে ট্যাংক বোঝাই ছিল ৯৪টি, ১০টি গাড়ির মধ্যে ফুড গ্রেইন বোঝাই করা হয় ২০টি, ১০ গাড়ির মধ্যে ফার্টিলাইজার বোঝাই করা হয় ২০টি, ১৬ গাড়ির মধ্যে বিকেসি বোঝাই ছিল ৩২টি। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ৮০৩ নম্বর ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন