News71.com
 Bangladesh
 19 Oct 19, 01:00 PM
 91           
 0
 19 Oct 19, 01:00 PM

ঢাবিতে যুব ছায়া সংসদের অষ্টম অধিবেশন শুরু ।।

ঢাবিতে যুব ছায়া সংসদের অষ্টম অধিবেশন শুরু ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুব ছায়া সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ অধিবেশন শুরু হয়। ‘খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, যুব ক্ষমতায়নের অগ্রাধিকার দিন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। আমার অধিকার ফাউন্ডেশন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারসহ দেশের চল্লিশটি স্বেচ্ছাব্রতী সংগঠন এতে অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারি জেনারেল ও আমার অধিকার ফাউন্ডেশনের চেয়ারপারসন শিশির শীল। স্বাগত বক্তব্য রাখবেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। আয়োজকরা জানিয়েছেন, খাদ্য মানুষের সার্বজনীন মৌলিক অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে এখনো খাদ্যকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি। এছাড়া খাদ্য অপচয় হচ্ছে। সরকার যুব ক্ষমতায়নে যুবনীতি-২০১৭ এবং যুব ইশতেহার-২০১৮ প্রণয়ন করলেও সেগুলোর ভূমিকা অতটুকু চোখে পড়ে না। তাই যুব ছায়া সংসদ এ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে জাতীয় সংসদের সংসদীয় নির্বাচনী এলাকার আদলে ৩০০ জন এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জনসহ মোট ৩৫০ জন শিক্ষার্থী এ যুব ছায়া সংসদে প্রতিনিধিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন