News71.com
 Bangladesh
 19 Jun 19, 09:40 PM
 90           
 0
 19 Jun 19, 09:40 PM

বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা নির্বাচন ছিল একতরফা॥ইসি মাহবুব তালুকদার

বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা নির্বাচন ছিল একতরফা॥ইসি মাহবুব তালুকদার

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার মাহবু্ব তালুকদার বলেছেন, ‘কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ।বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা নির্বাচন ছিল একতরফা। একতরফা নির্বাচন গণতন্ত্রের জন্য শুভ নয়। নির্বাচনে সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে উপযুক্ত পরিবেশ অপরিহার্য। কিন্তু আমরা ক্রমাগত একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, যা গণতন্ত্রের জন্য অনভিপ্রেত।

আজ বুধবার বিকালে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। মাহবুব তালুকদার বলেন, এবারের উপজেলা নির্বাচনে আশংকার দিক হচ্ছে ভোটারদের নির্বাচন বিমুখতা।একটি গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য নির্বাচনবিমুখতা অশনিসংকেত। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় সামিল হতে চাই না। নির্বাচনবিমুখতা জাতিকে গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচনের মুল উদ্দেশ্য ব্যহত হলে আদৌও নিয়ম রক্ষার নির্বাচনের প্রয়োজন আছে কি?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন