News71.com
 Bangladesh
 20 May 19, 01:19 AM
 196           
 0
 20 May 19, 01:19 AM

পঞ্চম ধাপে ১৬ উপজেলায় আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা॥

পঞ্চম ধাপে ১৬ উপজেলায় আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা॥

 

নিউজ ডেস্কঃ আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়। পঞ্চম ধাপে ১৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এ ছাড়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন হচ্ছে ২৪ জুন। আজ রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ উপজেলায় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মো. আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গা উপজেলায় মো. আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আবদুল মতিন চৌধুরী, বরগুনার তালতলী উপজেলায় মো. রেজবি-উল-কবির, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সদর উপজেলায় রীনা পারভীন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এম এ রশিদ, মাদারীপুর সদর উপজেলায় কাজল কৃষ্ণ দে, রাজবাড়ীর কালুখালী উপজেলায় কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলা উপজেলায় মো. শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মো. তানভীর ভূঞা, বাঞ্ছারামপুর উপজেলায় মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মো. আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গোলাম সারওয়ার, নোয়াখালী সদর উপজেলায় এ কে এম সামছুদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন