News71.com
 Bangladesh
 21 Apr 19, 04:28 PM
 106           
 0
 21 Apr 19, 04:28 PM

দেশের সকল নদী অবৈধ দখলমুক্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দেশের সকল নদী অবৈধ দখলমুক্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'দেশের সব নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। আগামীতে দেশের এক ইঞ্চি নদীও কেউ দখল করতে পারবেনা'। রবিবার দুপুরে মাদারীপুরের শিবচরে এলজিইডির বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘ্যের 'শেখ হাসিনা সেতু' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'দেশের অনেক নদীর পাড় এবং নদী দখল করা হয়েছে। সবার সহযোগিতায় এই দখলকৃত নদী উদ্ধার করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গত দশ বছরে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে'।

তিনি আরও বলেন, 'নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার দেশের দশ হাজার কিলোমিটার নৌপথ খনন করার প্রকল্প গ্রহণ করেছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুইশত ড্রেজার রয়েছে। আগামী এক বছরে আরো দুইশত ড্রেজার এই বহরে সংযুক্ত হবে। আগে সনাতন পদ্ধতিতে মাটি কাটা হতো, এখন শেখ হাসিনার আমলে ডিজিটাল পদ্ধতিতে মাটি কাটা হয়। ফলে দ্রুত নদীগুলো খনন করা সম্ভব হচ্ছে'। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইফ নুর-ই-আলম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রলয় কান্তি বিশ্বাস, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন