News71.com
 Bangladesh
 05 Jul 17, 12:48 PM
 107           
 0
 05 Jul 17, 12:48 PM

বরিশালে স্বর্ণের দোকানে ডাকাতি, ১০০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা স্বর্ণ লুট।।  

বরিশালে স্বর্ণের দোকানে ডাকাতি, ১০০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা স্বর্ণ লুট।।   

নিউজ ডেস্কঃ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে দুটি সোনার দোকানে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ ভরি স্বর্ণ,৫০০ ভরির বেশি রুপা ও নগদ প্রায় ২ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ইউনিয়নের শায়েস্তাবাদ বাজারে ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি এ ঘটনায় বাজারের দুই নাইটগার্ড আজহার ও লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নাইটগার্ডের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে,গতকাল মঙ্গলবার মধ্যরাতে ১৫/২০ জন ডাকাতের একটি দল বাজারে প্রবেশ করে গার্ড দুইজনকে মারধর করে। পরে তাদের বেঁধে ডাকাতি করে।

এইচবি জুয়েলার্সের রিয়াজ হোসেন জানান,রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পর রাত ২টার দিকে বাজার থেকে ফোন আসে। এরপর বাজারে গিয়ে দোকান ভাঙা দেখতে পাই। ভেতরে প্রবেশ করে সিন্ধুক ভাঙাসহ দেখি স্বর্ণ,রুপা ও নগদ টাকা নেই। একই দৃশ্য দেখেন লিপি জুয়েলার্সের মালিক মো. খোকন। রিয়াজ হোসেন দাবি করেন,তার দোকান থেকে ৫৫ থেকে ৬০ ভরি স্বর্ণ,প্রায় ৪০০ ভরি রুপা ও নগদ টাকা খোয়া গেছে। অপরদিকে লিপি জুয়েলার্সের খোকনের দাবি,ডাকাতির ঘটনায় তার দোকান থেকে ৫০-৫৫ ভরি স্বর্ণ,প্রায় আড়াইশ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা খোয়া গেছে। কাউনিয়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক জানান,ডাকাতির ঘটনায় দুই নাইটগার্ডকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ব্যবসায়ীরাও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন