News71.com
 Bangladesh
 04 Jul 17, 07:40 PM
 120           
 0
 04 Jul 17, 07:40 PM

কুমিল্লায় মাদ্রাসাছাত্রী হ্যাপিকে এসিড নিক্ষেপ করে হত্যার ঘটনায় একজনের ফাঁসি।।

কুমিল্লায় মাদ্রাসাছাত্রী হ্যাপিকে এসিড নিক্ষেপ করে হত্যার ঘটনায় একজনের ফাঁসি।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দিতে ২০১২সালে এসিড নিক্ষেপে মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তার হ্যাপি নিহতের মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে কুমিল্লার আদালত। বাকী ৬ জন আসামিকে খালাস দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সাদ্দাম হোসেন দাউদকান্দির জামালকান্দি গ্রামের কালু মিয়ার ছেলে। সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। আজ দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমদ এ রায় দেন।

রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী দাউদকান্দির সোনাকান্দা গ্রামের হ্যাপির বাবা কাজী জালাল উদ্দিন ও বোন মাকসুদা বেগম। মামলা ও আদালতের সূত্র জানায়,২০১২ সালে দাউদকান্দি খন্দকার মোশারফ হোসেন মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার হ্যাপিকে প্রেমের প্রস্তাব দেয় পাশের জামালকান্দি গ্রামের কালু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। প্রস্তাবে সাড়া না দেয়ায় ওই বছরের ১১ নভেম্বর রাতে তার বাড়িতে গিয়ে জানালা দিয়ে এসিড ছুড়ে সাদ্দাম ও অভিযুক্তরা। এতে হ্যাপিসহ তার বোনের ছেলে ফয়সাল মাহমুদ,কাজের মেয়ে খাদিজা আক্তার আহত হয়। হ্যাপিকে ঢাকা এসিড সারভাইভাস ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। ২২দিন পর ওই হাসপাতালে হ্যাপি মারা যায়। ১২ নভেম্বর হ্যাপির বাবা দাউদাকন্দি থানায় সাদ্দামসহ ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার ২মাস পর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ৩৫ জন সাক্ষীর মধ্যে ৩১জনের সাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ শুনানী শেষে আদালত সাদ্দামকে ফাঁসি এবং অপর ৬ জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামালকান্দির তারেক হোসেন জনি,সোনাকান্দার রাসেল মিয়া,শাহদাত হোসেন বাবু,আমিন উদ্দিন,মো.শাহিন ও আসমা আক্তারকে বেকসুর খালাস দেয়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন এপিপি নুরুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন,আবদুল মমিন ফেরদৌস,জসিম উদ্দিন শিশু ও আলী আক্কাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন