News71.com
 Bangladesh
 02 Jul 17, 11:23 PM
 117           
 0
 02 Jul 17, 11:23 PM

 গোপালগঞ্জের পুলিশ মুক্তিযোদ্ধা কন্যাকে হত্যার মামলা না নেওয়ায় আদালতে মামলা দায়ের ।।  

  গোপালগঞ্জের পুলিশ মুক্তিযোদ্ধা কন্যাকে হত্যার মামলা না নেওয়ায় আদালতে মামলা দায়ের ।।   

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গীপাড়া থানা পুলিশ গ্রহণ না করায় আদালতে মামলা করেছে নিহতের পরিবার। আজ রবিবার ময়না বেগমের ভাই রমজান মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনকে আসামি করে মো. দ. বি. ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। একই সঙ্গে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মুক্তা রানী টুঙ্গীপাড়া থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে ৭ কার্য দিবসের মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া জীবদ্দশায় টুঙ্গীপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার আব্দুল আলী শেখের ছেলে বসার শেখের সাথে কন্যা ময়না বেগমের বিয়ে দেন। ময়না বেগমের স্বামী বসার শেখ বহু বিবাহে আসক্ত ছিল। ময়না বেগমকে বিবাহের পর বসার শেখ আরো চারটি বিবাহ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্বামীর বহু বিবাহে বাধা দেয়ায় ময়না বেগমকে মারপিট করে এবং বিদ্যুতের তারের শক দিয়ে তাকে হত্য করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে,টুঙ্গীপাড়া থানায় গিয়া মামলা দিলেও পুলিশ মামলা গ্রহণ করেনি এবং আসামীদের পক্ষ নিয়ে বাদী পক্ষের সাথে খারাপ আচরণ করেছে। পুলিশ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গীপাড়া থানার এসআই মো. জোহাব আলী মুঠো ফোনে থানা পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে ময়না বেগমের মৃত্যু আত্মহত্যা বলে মনে হয়েছে,তবে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি নিশ্চত হওয়া যাবে। উল্লেখ্য,ঈদুল ফিতরের দিন টুঙ্গীপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় স্বামীর বাড়িতে বিদ্যুতের তারে শক দিয়ে মুক্তিযোদ্ধা কন্যা বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই রমজান মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন