News71.com
 Bangladesh
 02 Jul 17, 11:20 PM
 239           
 0
 02 Jul 17, 11:20 PM

ভারতীয় ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানালেন চসিক মেয়র আ জ ম নাছির ।।  

ভারতীয় ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানালেন চসিক মেয়র আ জ ম নাছির ।।   

নিউজ ডেস্কঃ ভারতে যাওয়ার ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন,এর মাধ্যমে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সদৃঢ় হবে। আজ রবিবার বিকালে নগর ভবনে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে নিযুক্ত সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সিটি মেয়র এ আহ্বান জানান। সাক্ষাতে সহকারী হাইকমিশনার জিটুজি সিস্টেমে এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে এলইডি সড়ক বাতি প্রজেক্ট বাস্তবায়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং চসিকের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করা হয়।

সিটি মেয়র বলেন,চট্টগ্রামের সঙ্গে ভারতের বহু প্রদেশের ব্যবসা-বাণিজ্য,যাতায়াত,ভ্রমণ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ রয়েছে। চট্টগ্রাম থেকে প্রতিদিন প্রচুর সংখ্যম মানুষ ভারত সফরে যাচ্ছেন। তাই ভারত সফর ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা,প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন