News71.com
 Bangladesh
 02 Jul 17, 08:04 PM
 122           
 0
 02 Jul 17, 08:04 PM

জনগণ না চাওয়ায় প্রধানমন্ত্রী ভ্যাট আইন বাতিল করেছেন।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম    

জনগণ না চাওয়ায় প্রধানমন্ত্রী ভ্যাট আইন বাতিল করেছেন।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম      

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,জনগণ না চাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবগারি শুল্ক স্থগিত ও ভ্যাট আইন বাতিল করেছেন। এ জন্য ১৪ দলের পক্ষ্য থেকে আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজ রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন,যা জনগণের জন্য কল্যাণকর,তাই করে এই সরকার। খালেদা জিয়া মাঠ গরম করার জন্য অহেতুক কথা বলে যাচ্ছেন। কিন্তু এ সব কোনো কথাই কাজে আসবে না। সঠিক সময়েই নির্বাচন হবে। অযথা মাঠ গরম করা বক্তব্য ও সন্ত্রাসীমূলক কাজ করে লাভ নেই।

হলি আর্টিজানে হামলার বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন,এই ঘটনা মানুষের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। সরকার ও প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এদের যাত্রাপথ অনেকটা দূর্বল হয়েছে কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। এদেরকে চিরতরে নির্মূল করতে হলে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলন থেকে গেরিলা মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা,সঙ্গীত শিল্পী সুধীন দাশের প্রয়ানে শোক জানানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক জার্নালে বিশ্বের ১৮ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসায় তাকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন