News71.com
 Bangladesh
 02 Jul 17, 05:51 PM
 123           
 0
 02 Jul 17, 05:51 PM

সুনামগঞ্জে পাউবো কর্মকর্তা ও ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলা।।  

সুনামগঞ্জে পাউবো কর্মকর্তা ও ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলা।।   

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রবিবার বিকাল ৩টায় দুদুকের সহকারি পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন,সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম সরকার ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই-সহ সংস্থাটির ১৫ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও তাদের সহযোগীরা। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান,মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে। তারা সহযোগিতা চাইলে পুলিশ সহযোগিতা করবে। প্রসঙ্গত,এবার বোরো প্রধান সুনামগঞ্জে আগাম বন্যায় হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় আবাদকৃত বোরো ফসলের প্রায় ৯০ ভাগ। এতে ক্ষতিগ্রস্ত হন প্রায় চার লাখ কৃষক পরিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন