News71.com
 Bangladesh
 02 Jul 17, 05:17 PM
 124           
 0
 02 Jul 17, 05:17 PM

খাগড়াছড়িতে ২৫০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে আধুনিক হাসপাতাল।।  

খাগড়াছড়িতে ২৫০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে আধুনিক হাসপাতাল।।    

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি আধুনিক হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে। এ কারণে নতুন করে ১৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের আগে আজ রবিবার দুপুরে হাসপাতাল নির্মাণের স্থানটি সরজমিনে পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা। জানা গেছে,গণপূর্ত বিভাগের স্বাস্থ্য উইং প্রকল্পের অধীনে আড়াই একর জমির ওপর প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ হাসপাতালটির নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। এজন্য নকশা তৈরি,জায়গা পরিমাপ,জায়গার পাশে ভাঙন রোধসহ নানা বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাসপাতাল কতৃপক্ষের সাথেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান প্রকৌশলী এ সময় নকশা তৈরির আগে একই ভবনে কোন কোন বিভাগ থাকবে তা জরুরিভিত্তিতে নির্বাহী প্রকৌশলীকে জানানোর জন্য হাসপাতাল কতৃপক্ষকে অনুরোধ জানান। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড .জয়া চাকমা,সদর হাসপাতালের আর.এম.ও নয়নময় ত্রিপুরা,ড. টুটুল চাকমা,নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান,এস.ডি.ই ইমন দাশ প্রমুখ। অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানান,পাহাড়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার খাগড়াছড়ির হাসপাতালটিকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন করে ১৫০ শয্যার ভবন নির্মাণের কাজ হাতে নিয়েছে। যা এখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থার অনেক পরিবর্তন বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন