News71.com
 Bangladesh
 01 Jul 17, 04:40 PM
 119           
 0
 01 Jul 17, 04:40 PM

জঙ্গি নির্মূলে সমন্বিত উদ্যোগের আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।।

জঙ্গি নির্মূলে সমন্বিত উদ্যোগের আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।।

 

নিউজ ডেস্কঃ দেশের ভেতর জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যথায়,দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে না বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে,সকাল পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্ব ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিজান রেস্তোরাঁ প্রাঙ্গনে নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পমাল্য অর্পন করেন।

আজকের দিনটি দেশ ও জাতির জন্য কালো অধ্যায় মন্তব্য করে রিজভী বলেন,দেশ-বিদেশের এতগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হওয়া এটি নিঃসন্দেহে আমাদের সংস্কৃতি,সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের অগ্রগতির পথে তারা কলঙ্ক তিলক এঁকে দিয়েছিলো। আমরা আশা করেছিলাম এ ব্যাপারে একটা সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের। কিন্তু ক্ষমতাসীনদের দিকে থেকে এই ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি। তিনি আরও বলেন,এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি,সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন