News71.com
 Bangladesh
 01 Jul 17, 10:44 AM
 128           
 0
 01 Jul 17, 10:44 AM

বাজেট পরবর্তী গাড়ীসহ বেশ কিছু পন্যের উল্লেখযোগ্য হারে দাম কমবে....

বাজেট পরবর্তী গাড়ীসহ বেশ কিছু পন্যের উল্লেখযোগ্য হারে দাম কমবে....

 

নিউজ ডেস্কঃ ইলেকট্রনিক নিকোটিনের রিফিলের ওপর বিদায়ী অর্থবছরে সম্পূরক শুল্ক ছিল না। নতুন অর্থবছরে এর ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে। ফলে এর দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। তসবিহ,মালাসহ বিভিন্ন পণ্য উত্পাদনে ব্যবহূত কাঠের পুঁতির রেফ্রিজারেটিং ফার্নিচার আমদানির ওপর বিদায়ী অর্থবছরের ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে নতুন অর্থবছরে ২০ শতাংশ আরোপ করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে। আগে ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির ওপর ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। আর ১৫০১ সিসি থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির (মাইক্রোবাস বাদে) ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো। নতুন অর্থবছর ১৬০০ সিসি পর্যন্ত গাড়ির ওপর সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ ধরা হয়েছে। ফলে ১৫০১ থেকে ১৬০০ সিসির গাড়ির দাম কমবে।

এত দিন ২০০১ সিসি থেকে ২৭৫০ সিসি পর্যন্ত গাড়ির ওপর ২০০ শতাংশ এবং ২৭৫১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। নতুন অর্থবছরে ২০০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ২০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে ২৭৫১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির দাম কমতে পারে। একইভাবে সম্পূরক শুল্ক আরোপ হওয়ায় ১৫০১ সিসি থেকে ১৬০০ সিসি এবং ২৭৫১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত চার দরজাবিশিষ্ট ডাবল কেবিন পিকআপের দামও কমতে পারে।২০১৫-১৬ অর্থবছরে ২০০০ সিসি পর্যন্ত বিযুক্ত গাড়ি আমদানির ওপর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। নতুন অর্থবছরে ১৬০০ সিসি পর্যন্ত ২০ শতাংশ আরোপ করা হয়েছে। ফলে ১৬০০ সিসি পর্যন্ত বিযুক্ত গাড়ির দাম কমতে পারে।

আগে হাইব্রিড গাড়ির জন্য আলাদা সম্পূরক শুল্ক ছিল না। অন্য গাড়ির মতোই সম্পূরক শুল্ক ছিল হাইব্রিড গাড়ির ওপর। এবার নন-হাইব্রিড গাড়ির চেয়ে হাইব্রিডে সম্পূরক শুল্ক অনেক কমানো হয়েছে। যেমন ১৬০০ সিসি পর্যন্ত ২০ শতাংশ, ১৬০১ সিসি থেকে ২০০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ,২০০১ সিসি থেকে ৩০০০ পর্যন্ত ৬০ শতাংশ, ৩০০১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ এবং ৪০০০ সিসির ওপরে হলে ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে,যা সাধারণ গাড়ির চেয়ে অনেক কম। এ কারণে সব ধরনের হাইব্রিড গাড়ির দাম কমবে। চার স্ট্রোকবিশিষ্ট সিকেডি বা বিযুক্ত মোটরসাইকেল আমদানির ওপর আগে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। নতুন অর্থবছরে তা ২০ শতাংশ করা হয়েছে। ফলে দেশে সংযোজিত চার স্ট্রোকবিশিষ্ট মোটরসাইকেলের দাম কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন