
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭ টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১শ’ ১৪ জন এবং ৯ টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ নির্বাচনে মোট দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৩ টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোটকক্ষ নির্মাণ করা হয়েছে।
নির্বাচনে ১০৩টি ভোটকেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে । নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাব-পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।
তবে সকাল থেকেই কুমিল্লায় সরকারি দল মনোনীত প্রাথীর পক্ষের নেতা কর্মীরা ব্যাপক রিগিং করছেন বলে অভিযোগ করে আসছে বিএনপি নেতা কর্মীরা । বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামীলীগের কর্মীরা ভোট কেন্দ্র দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে এবং বিএনপির এজেন্টসহ কয়েকজন বিএনপি সমর্থিত কয়েকজন কাউন্সিলর প্রাথীকে মারপিঠ করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সমস্ত ঘটনা নিয়ে বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন দলের যুগ্মসাধারন সম্পাদক রুহুল কবির বিজভী।