News71.com
 Bangladesh
 29 Mar 17, 11:33 PM
 232           
 0
 29 Mar 17, 11:33 PM

জামিন পেল মানব সেতুর ওপর দিয়ে হাটা উপজেলা চেয়ারম্যান

জামিন পেল মানব সেতুর ওপর দিয়ে হাটা উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক : ‘শিক্ষার্থীদের পিঠে চড়া’ চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী জামিন পেয়েছেন। বুধবার (২৯ মার্চ) দুই মাস আত্মগোপনে থাকার পর বিকেলে তিনি আদালতে হাজির হয়ে জামিন চান। চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ তার জামিন মঞ্জুর করেন। নূর হোসেন পাটোয়ারীর আইনজীবী জহিরুল ইসলাম জানান, মামলার চার্জশিট কিংবা চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আদালত নূর হোসেন পাটোয়ারীকে জামিন দিয়েছেন।

উল্লেখ্য, নূর হোসেন পাটোয়ারী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি জুতা পায়ে চড়ে ‘মানবসেতু’ পার হন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে শুরু হয় তোলপাড়। ঘটনার দুই দিন পর ওই বিদ্যালয়ের একজন অভিভাবক নীলকমল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন