News71.com
 Bangladesh
 29 Mar 17, 10:58 PM
 217           
 0
 29 Mar 17, 10:58 PM

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে সিআইইউর শিক্ষার্থীরা......

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে সিআইইউর শিক্ষার্থীরা......

নিউজ ডেস্ক : ব্যবসায় শিক্ষার উচ্চশিক্ষার জন্য ফ্রান্সের প্রখ্যাত প্রতিষ্ঠান রেন স্কুল অব বিজনেস (আরএসবি) এ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ৬ জন শিক্ষার্থী মাস্টার্স করার সুযোগ দেবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের কর্মকর্তা নলেন প্রি। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় সিআইইউর মিলনায়তনে স্কাইপির মাধ্যমে আয়োজিত এক সেমিনারে একথা জানান। সিআইইউর সাথে আরএসবি’র সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে সিআইইউর এমবিএ শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছে।

‘সিআইইউ-আরএসবি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম’ শীর্ষক এই অনুষ্ঠানে ফ্রান্স থেকে স্কাইপির মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করেন আরএসবি’র এই কর্মকর্তা। আরএসবিকে ফ্রান্সের ট্রিপল ক্রাউন্ড বিজনেস স্কুল হিসেবে উল্লেখ করে নলেন প্রি বলেন, এই প্রতিষ্ঠানটি ইকুইস, এএসিএসবি এবং এমবিএ অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত, যেখানে ফরাশি ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠান থেকে পাস করার আগে প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থীরই ইউনিলিভার, ডিএইচএল, সনি, আইবিএম, লরেল, নেসলে, এডিডাস, পুমা, সানোফি এভ্যানটিস, অরেঞ্জ, টোটাল বা পার্কারের মত বহুজাতিক সংস্থায় চাকরি হয়ে যায়। প্রতিষ্ঠানের প্রায় ৮৫ শতাংশ শিক্ষকই পিএইচডি ডিগ্রিধারী। বিভিন্ন উপমহাদেশের ২৬০ টি বিশ^বিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সি আই ইউর সাথে আরএসবি’র সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে তিনি বলেন, সমঝোতা স্বাক্ষরের ফলে সিআইইউর এমবিএতে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থী আরএসবিতে ইন্টারন্যাশনাল ম্যানেজম্যান্ট বিষয়ে এমএসসি করার সুযোগ পাবে। এক্ষেত্রে সিআইইউতে সম্পন্ন করা ক্রেডিটগুলো আরএসবি গ্রহণ করবে এবং ৫০ শতাংশ ছাড়ে সিআইইউর শিক্ষার্থীরা আরএসবিতে তাদের ডিগ্রি সম্পন্ন করতে পারবে। ফ্রান্সে থাকাকালীন সময় বাসস্থান, খাদ্য, যাতায়াত, ফ্রান্সে যাওয়ার জন্য ভিসা পদ্ধতি এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, উপদেষ্টা অধ্যাপক ড. এম. আইয়ূব ইসলাম, মার্কেটিং বিভাগের প্রধান ড. মাহমুদ হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক রাহাত বারী তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন