
জাবি প্রতিনিধি: জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও আন্তর্জাতিকভাবে এই দিবসটিকে গণহত্যা দিবস পালনের বিষয়ে জাতীয় সংসদে গৃহীত সর্বসম্মত প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্য উৎসবের চতুর্থ দিনে গতকাল রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে জহির রায়হান রচিত ‘সময়ের প্রয়োজনে’ নাটক মঞ্চস্থ করেছে থিয়েটার আর্ট ইউনিট। নাটক মঞ্চায়নের আগে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন কণ্ঠযোদ্ধা শাহীন সামাদ। আলোচনা অনুষ্ঠান শেষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও শাহীন সামাদকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির ভাষণে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী প্রতিরোধে তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। পাকিস্তানী শাসক কর্তৃক বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার আর্জিতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশ ভাগের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। চল্লিশের দশকে ছাত্রলীগ গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সোপান রচনা করেছেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, অসাম্প্রদায়িক চেতনাই মুক্তিযুদ্ধকে শক্তিশালী করেছিলো। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।