
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ভবনে অগ্নিকান্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র শুভঙ্কর সাহা। বুধবার (২৯ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অগ্নিকান্ডে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় আগুন লাগে। এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি ছিল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। আরেকটি ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি।