
নিউজ ডেস্ক : বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল কবির জানান, যাত্রীবাহী ট্রলারটি নদী পার হওয়ার সময় ওই নদী দিয়ে একটি নৌ-বাহিনীর জাহাজ যাচ্ছিল। এ সময় নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিস তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। ট্রলারটিতে আনুমানিক ৩০-৪০ জন যাত্রী ছিল।