
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের আবদুস সাত্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করেছেন।মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টায় আত্মসমর্পণ করলে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন। প্রসঙ্গত, এই একই মামলায় ময়মনসিংহের এমপি আব্দুল হান্নানও আসামি।