
নিউজ ডেস্ক : বাংলাদেশে জঙ্গিবাদীদের সাম্প্রতিক উত্থানের জন্য কর্মসংস্থানের অভাবকে দায়ী করে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘শিক্ষিত, ভালো ছেলেরা জঙ্গিবাদে জড়াচ্ছে। কেন জঙ্গিবাদে যাচ্ছে? কারণ তাদের কাজ নেই। কাজকর্ম না থাকার কারণেই জঙ্গির উত্থান ঘটছে।’ গতকাল সোমবার (২৭ মার্চ) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় নয় কোটি। এদের মধ্যে চার কোটি বেকার। একটা কথা আছে- আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ।’ তিনি বলেন, ‘যদি যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করা যেত, তাহলে জঙ্গিবাদের এই বিস্তার ঘটত না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তা পালন করতে হবে।’ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন।