
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় তাদের মধ্যে এই ফোনালাপ হয়।
এ সময় জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রধানমন্ত্রী সিলেটের ঘটনার নিন্দা ও হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ।