
নিউজ ডেস্ক : রাজধানীর বিজয়নগরের একটি বহুতল ভবনের লিফট ছিঁড়ে অন্তত দুজন আহত হয়েছেন।সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বিজয়নগরে পানির ট্যাংকের পাশের ১৭ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আহত দুজনকে উদ্ধার করে পাশের ক্লিনিকে পাঠানো হয়েছে।