News71.com
 Bangladesh
 27 Mar 17, 08:06 PM
 270           
 0
 27 Mar 17, 08:06 PM

পদোন্নতি-রদবদল হয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ে

পদোন্নতি-রদবদল হয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ে

নিউজ ডেস্ক : পুলিশের শীর্ষ পর্যায়ে কয়েকটি পদোন্নতি ও রদবদল হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ সদর দফতরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে পদোন্নতি দিয়ে টিএন্ডআইএম শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। টিএন্ডআইএম শাখার ডিআইজি মো. নওশের আলীকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিআইডি’র ডিআইজি রৌশন আরা বেগমকে পুলিশ সদর দফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক (ডিআইজি) আবদুস সালামকে সিআইডিতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন