News71.com
 Bangladesh
 27 Mar 17, 07:12 PM
 277           
 0
 27 Mar 17, 07:12 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু...

 

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল দশটায় গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের সেমিনার রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ সময় তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সময় দেখা যায়, রিসার্সের সঠিক নিয়ম ও পদ্ধতি না জানার কারণে অনেকেই গবেষণা ক্ষেত্রে ভাল অবদান রাখতে পারেন না। এমনকি পিএইচডি ডিগ্রি অর্জন করতেও নানামুখি সমস্যার সম্মুখিন হতে হয় অনেকের। তাঁদের জন্য এ প্রশিক্ষণ সহায়ক হবে।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা গবেষণার সঠিক নিয়মাবলি জানতে পারবেন। এর ফলে জুনিয়র শিক্ষকরা তাদের গবেষণার জ্ঞান বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে এগিয়ে নেবার প্রয়াস পাবেন।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক  এবং গাণিতিক ও পদার্থ বিজ্ঞান  বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক  ড. অজিত কুমার মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময়  ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ডের সাবেক পরিচালক, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এস জে আনোয়ার জাহিদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন