News71.com
 Bangladesh
 27 Mar 17, 07:09 PM
 259           
 0
 27 Mar 17, 07:09 PM

দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবে না : পরিকল্পনামন্ত্রী

দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবে না : পরিকল্পনামন্ত্রী

 

নিউজ ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে অশুভ শক্তি একের পর আতœঘাতি হামলাসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। উন্নয়ন বিরোধী অপশক্তি প্রতিহত করতে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। কোন অবস্থাতেই সারা দুনিয়ায় সমাদৃত বাংলাদেশের চলমান উন্নয়ন ধারাবাহিকতা থামতে দেয়া যাবেনা। আজ সোমবার (২৭ মার্চ) তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালির বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ৮ বছরে দেশের প্রতিটি খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করতে সক্ষম হযেছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশে^ রোল মডেল। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বৈশি^ক অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সাল নাগাদ দারিদ্রমুক্ত এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে বাংলাদেশ সামিল হবে। উন্নয়ন বিরোধী শক্তি কোনভাবেই যেন উন্নত বাংলাদশে গঠনের চলমান অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

পরিকল্পনামন্ত্রী সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।পরে মন্ত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুভাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন