
নিউজ ডেস্ক : রাস্তা নির্মাণের জন্য উত্তরা ৪ নম্বর সেক্টরে নিজ মালিকানাধীন জায়গা দিতে সম্মতি জানিয়েছেন শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন সহোদর। আজ সোমবার (২৭ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এই দুই সহোদরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি বলেন, ‘উন্নয়ন কার্যক্রম বিশেষ করে সড়ক উন্নয়নে সহায়তা করতে উদার মনের মানুষেরা যেখানে নিজের মালিকানাধীন জমি দান করছেন, সেখানে কোন জায়গা জবরদখল করে রাখা আর কারও পক্ষে সম্ভব হবে না।’ এ সময় তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউ সংলগ্ন সরকার বাড়ির পারিবারিক কবরস্থান স্থানান্তরের মাধ্যমে সেই জমি দানের ঘটনার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন, ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতুল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও মো. শরিফ উদ্দিন, অঞ্চল ৩ এর নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, অঞ্চল ১ এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেনসহ ডিএনসিসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এয়ারপোর্ট রোড সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১/এ প্লটের মালিক শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন। তাদের মালিকানাধীন প্লটের দক্ষিণ দিকে আবাসিক এলাকার প্রবেশমুখে ১০ ফুট প্রস্থ এবং ৪৮ ফুট দৈর্ঘ্যে অতিউচ্চ মূল্যের প্রায় দশমিক ৬৭ কাঠা জায়গা রাস্তা নির্মাণের সুবিধার্থে ডিএনসিসি’র অনুকূলে দান করতে তারা মৌখিক সম্মতি জানিয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের এই রাস্তাটি পিছনের দিকে ৩০ ফুট প্রশস্ত থাকলেও এয়ারপোর্ট রোডের সংযোগস্থল সংলগ্ন ১/এ প্লটের কারণে এটি সরু হয়ে ২০ ফুট চওড়া হয়ে গিয়েছিল। উল্লিখিত জায়গাটি ডিএনসিসি’কে হস্তান্তরের ফলে রাস্তাটির মূল প্রবেশপথ ৩০ ফুট চওড়া করতে আর কোনও প্রতিবন্ধকতা নেই।