News71.com
 Bangladesh
 27 Mar 17, 06:42 PM
 255           
 0
 27 Mar 17, 06:42 PM

কুসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন.....

কুসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন.....

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে কেন্দ্র করে ২৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) বিকেল থেকে বিজিবির এসব সদস্যরা নির্বাচনের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবেন। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা জানান, সোমবার বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী এলাকায় তারা দায়িত্ব পালন করবেন। কুসিক নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন