News71.com
 Bangladesh
 27 Mar 17, 06:40 PM
 224           
 0
 27 Mar 17, 06:40 PM

বিশ্ব শিল্পায়ন সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এখন আবুধাবিতে

বিশ্ব শিল্পায়ন সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এখন আবুধাবিতে

নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিশ্ব উৎপাদন ও শিল্পায়নের চার দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণের জন্য রবিবার (২৬ মার্চ) রাতে আবুধাবি গেছেন। আজ সোমবার (২৭ মার্চ) আবুধাবির প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে শিল্পায়নের ভূমিকা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য শিল্প উৎপাদনে চলমান অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এতে বিভিন্ন রাষ্ট্রের প্রধান, অর্থ ও শিল্পমন্ত্রী, বিশ্ববরেণ্য ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি, অর্থনীতিবিদ, শিল্প গবেষক, নীতিনির্ধারকসহ খ্যাতনামা শিল্প উদ্যোক্তারা যোগ দিচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা উৎপাদনশীলতার ছয়টি মৌলিক উপাদন নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা এ সম্পর্কিত আন্তর্জাতিক বিতর্কেও অংশ নেবেন। শিল্পমন্ত্রী সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘ফোকাস অন দ্যা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন।

এতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল এবং টেকসই শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের ক্ষেত্রে কার্যকর কর্মপন্থা নির্ধারণ সহজ হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি এবং শিল্পখাতে সহায়তা ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর ৩১ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন